(১) এস্টাবলিশমেন্ট অব থ্রি হ্যান্ডলুম সার্ভিস সেন্টারস ইন ডিফারেন্ট লুম ইনটেনসিভ এরিয়া (২য় সংশোধিত)।
বাস্তবায়নকালঃ জুলাই ২০১৩ - জুন ২০২১ পর্যন্ত।
দেশের তাঁত অধ্যুষিত এলাকায় তাঁতিদের বয়নপূর্ব ও বয়নোত্তর সেবা যেমন-কাপড় রংকরণ, মার্সারাইজিং, সাইজিং, ক্যালেন্ডারিং, স্টেন্টারিং, ফোল্ডিং ইত্যাদি সেবা প্রদানের লক্ষ্যে ৩টি সার্ভিস সেন্টার (কালিহাতি, টাঙ্গাইল, শাহজাদপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কুমারখালী) স্থাপন করা হচ্ছে।
ফলাফলঃ
(২) বাংলাদেশের সোনালী ঐতিহ্য “মসলিন” সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার (১ম পর্যায়)।
বাস্তবায়নকালঃ জানুয়ারী ২০১৭ - জুন ২০২১ পর্যন্ত।
নিবিড় গবেষণার মাধ্যমে মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি বের করা, পরীক্ষামূলকভাবে মসলিনের সুতা ও কাপড় তৈরি করা, “বাংলাদেশের সোনালী ঐতিহ্য” মসলিন এর হৃতগৌরব পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি গত ১২.০৬.২০১৮ তারিখে মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। এর বিনিয়োগ ব্যয় ১২১০.০০ লক্ষ টাকা।
ফলাফলঃ
(৩) শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন -১ম পর্যায় (১ম সংশোধিত)।
বাস্তবায়নকালঃ জানুয়ারি ২০১৭ - ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
প্রকল্প এলাকাঃ শিবচর, মাদারিপুর; জাজিরা, শরিয়তপুর।
উন্নত পরিবেশে তাঁতি এবং তাঁতি পরিবারের আবাসনসহ অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা প্রদান; দরিদ্র ও প্রান্তিক তাঁতিদের পুনর্বাসন; তাঁতিদের দক্ষতা বৃদ্ধি, বয়নপূর্ব ও বয়নোত্তর সেবা প্রদান এবং উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন; তাঁতিদের ন্যায্য মূল্যে সুতা ও কাঁচামাল সরবরাহ করা; উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদান; দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তাঁত বস্ত্র সরবরাহ; এবং তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
ফলাফলঃ
প্রকল্পটি গত ১৮.০৯.২০১৮ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।
(৪) বাংলাদেশ তাঁত বোর্ডের ৫টি বেসিক সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট ও ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন ।
বাস্তবায়নকালঃ জানুয়ারি ২০১৮ - জুন ২০২১ পর্যন্ত।
প্রকল্প এলাকাঃ আড়াইহাজার, নারায়নগঞ্জ; টাংগাইল সদর, টাংগাইল; সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ; মেলান্দহ, জামালপুর; কাহালু, বগুড়া;’ কুমারখালী কুষ্টিয়া;
দেশে দক্ষ বস্ত্র প্রযুক্তিবিদ তৈরি এবং তাঁতিদের দক্ষতা উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রদান; ভোক্তার রূচি ও পছন্দ এবং পরিবর্তিত বাজার চাহিদা অনুসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবন; প্রান্তিক তাঁতিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক বাজারজাত করণের ব্যবস্থা; এবং মানব সম্পদ উন্নয়ন এবং সর্বোপরি, তাঁতিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
ফলাফলঃ
প্রকল্পটি গত ০৭.০৮.২০১৮ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।
(৫) বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী কেন্দ্রের বিদ্যমান ডিপ্লোমা কোর্স যুগোপযোগীকরণ ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ।
বাস্তবায়নকালঃ জানুয়ারি ২০১৮ - জুন ২০২১ পর্যন্ত।
প্রকল্প এলাকাঃ নরসিংদী সদর , নরসিংদী
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীতে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স যুগোপযোগীকরণ; অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ; প্রতি বছর ১০০ জন ছাত্র/ছাত্রীকে ডিপ্লোমা ডিগ্রি প্রদানের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
ফলাফলঃ
প্রকল্পটি গত ২৩.১০.২০১৮ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।
(৬) দেশের তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মুলধন সরবরাহ, অচালু তাঁত চালু করা এবং তাঁতের আধুনিকায়ন।
বাস্তবায়নকালঃ জালাই ২০১৮ - জুন ২০২৩ পর্যন্ত।
প্রকল্প এলাকাঃ পার্বত্য জেলাসমূহ ব্যতিত বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন ৩০ টি বেসিক সেন্টারের ভৌগলিক এলাকা।
তাঁত খাতের উৎপাদন এবং তাঁতিদের আয় বৃদ্ধির মাধ্যমে তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন; আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও তাঁতিদের জীবনযাত্রার মানোন্নয়ন; দেশের নারী তাঁতিদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
ফলাফলঃ
প্রকল্পটি গত ০৫.০৩.২০১৯ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।
(৭) শেখ হাসিনা নকশি পল্লি, জামালপুর
বাস্তবায়নকালঃ জুলাই ২০১৮ - জুন ২০২২ পর্যন্ত
প্রকল্প এলাকাঃ জামালপুর
ফলাফলঃ