সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৮
সরকারের সাফল্য
বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের উল্লেখযোগ্য অর্জনের তথ্য সম্বলিত প্রতিবেদন।
- বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচির সংখ্যা ৮টি। যথা-
- সিলেটের মনিপুরি তাঁত শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ, নকশা উন্নয়ন, তাঁতবস্ত্র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন;
- রংপুরে প্রশিক্ষণ কেন্দ্র, বেসিক সেন্টার ও প্রদর্শনী-কাম-বিক্রয় কেন্দ্র স্থাপন;
- তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও ১টি বেসিক সেন্টার স্থাপন;
- Strengthening and Expansion of Technical and Vocational Education and Training (SETVET);
- বাংলাদেশ তাঁত বোর্ডের গতিশীল ওয়েবসাইট তৈরিকরণ ও অফিস অটোমেশন কর্মসূচি
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী কেন্দ্রে বিদ্যমান বিভিন্ন অবকাঠামো মেরামত ও সংস্কারকরণ কর্মসূচি;
- সিলেটের মনিপুরি তাঁত শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ, নকশা উন্নয়ন, তাঁতবস্ত্র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কর্মসূচি
- বাতাঁবোর মাঠ পর্যায়ের বিদ্যমান বিভিন্ন কেন্দ্রের স্থাপনা/অবকাঠামো মেরামত ও সংস্কারকরণ কর্মসূচি
- বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সংখ্যা ২টি। যথা-
- ব্যালেন্সিং মডার্নাইজেশন রিনোভেশন এন্ড এক্সপানশন (বিএমআরই) অব দ্যা এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার এ্যাট মাধবদী, নরসিংদী
- এস্টাবলিশমেন্ট অব থ্রি হ্যান্ডলুম সার্ভিস সেন্টারস ইন ডিফারেন্ট লুম ইনটেনসিভ এরিয়া
- বাংলাদেশ তাঁত বোর্ডের অনুমোদনের অপেক্ষাধীন প্রকল্পের সংখ্যা ৯টি যথা-
- বাংলাদেশের সোনালী ঐতিহ্য “ঢাকাই মসলিন” পুনরুদ্ধার (১ম পর্যায়)
- শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন।
- বাংলাদেশ তাঁত বোর্ড কমপ্লেক্স স্থাপন।
- বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টারে ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীতে বিদ্যমান ডিপ্লোমা কোর্সের যুগোপযোগীকরণ এবং এর অবকাঠামোগত সম্প্রসারণ
- তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তাঁতের আধুনিকায়ন ও চলতি মূলধন সরবরাহ
- তাঁতজাত পণ্যের বহুমূখীকরণ
- পার্বত্য চট্টগ্রাম এলাকার উপজাতীয় তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, প্রদর্শনী কাম বিক্রয় কেন্দ্র স্থাপন এবং চলতি মূলধন সরবরাহ
- শেখ হাসিনা নকশী পল্লি, জামালপুর
- বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়িত তাঁত বস্ত্র উন্নয়নে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইন্সটিটিউট ও ১টি বেসিক সেন্টার প্রকল্পের আওতায় ১০৫টি জনবলের পদ রাজস্ব বাজেটের আওতায় সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।
- বাংলাদেশ তাঁত বোর্ড আইন-২০১৩ এবং বাংলাদেশ তাঁত বোর্ড কর্মচারী (অবসরভাতা, অবসরজণিত সুবিধাদি ও সাধারণ ভবিষ্য তহবিল) প্রবিধানমালার গেজেট প্রকাশিত হয়।
- বাংলাদেশ তাঁত বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্র/উপকেন্দ্রের সংখ্যা ২টি হতে ৮টিতে উন্নীত হয়।
- প্রশিক্ষণার্থী তাঁতির সংখ্যাঃ ৫৩০৮ জন।
- ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ডিগ্রি প্রদানের জন্য ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যাঃ ৪৯০ জন এবং এ সময় ১৬৭ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ডিগ্রি প্রদান করা হয়েছে।
- তাঁতঋণের সুবিধাভোগীর সংখ্যাঃ ৮৭৪৪ জন।
- বিতরণকৃত তাঁতঋণের পরিমাণঃ ২৪৫০.২১ লক্ষ টাকা।
- আদায়কৃত তাঁতঋণের পরিমাণঃ ২৬৭৩.৭০ লক্ষ টাকা।
- ২৭৫৮.০০ লক্ষ মিটার কাপড়ে বয়নপূর্ব ও বয়নোত্তর সেবা প্রদান করা হয়।
- প্রদানকৃত কান্ট্রি অব অরিজিন সনদের সংখ্যাঃ ৩২৮৪ টি।
- রপ্তানিকৃত তাঁতজাত পণ্যের মূল্যঃ ৯,৩৪,৬৪,৯০৫.৫০ মার্কিন ডলার।
- তাঁতিদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ প্রদান করা হয়।
- বস্ত্র প্রক্রিয়াকরণকেন্দ্র/টিএফসি/এসএফসি এর বিএমআরইকরণ করা হয়েছে ৩টি কেন্দ্রে।
- ডিজিটালাইজেশনের আওতায় (১) বোর্ডের গতিশীল ওয়েবসাইট তৈরি (২) অফিস অটোমেশন (৩) নেটওয়ার্কিং স্থাপন (৪) বায়োমেট্রিক হাজিরা (৫) ই-জিপিতে ক্রয় (৬) ই-ফাইলিং প্রবর্তন করা হয়েছে।
- মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মসলিনের প্রযুক্তি পুনরুদ্ধার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সে অনুসারে মসলিন পুনরুদ্ধারের গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।
- ২০১৪-১৫ অর্থ বছরে বাজেটে শুল্কমুক্তভাবে (৫% এর অধিক) সুতা, রং ও রসায়ন আমদানি বিষয়টি মহান জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়। সে অনুযায়ী ৪ জুন, ২০১৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এসআরও জারী করা হয়।
- বিটিএমসি এর মিলসমূহে উৎপাদিত সুতা নির্ধারিত মূল্যে মিলগেট হতে সরাসরি তাঁতিদের নিকট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।
- তাঁতিদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধি, তাঁতিদেরকে বয়ন পূর্ব ও বয়নোত্তর সেবা প্রদান, তাঁত বস্ত্রের বিপণন সুবিধা সৃষ্টি এবং দেশে বিদেশে তাঁত বস্ত্রকে জনপ্রিয় করা, তাঁত শিল্পকে টেকসই করা এবং দেশের দরিদ্র ও প্রান্তিক তাঁতিদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঢাকার বাইরে মাদারিপুর জেলার শিবচর ও শরিয়তপুর জেলার জাজিরা এলাকায় শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন শীর্ষক প্রকল্পের ডিপিপি ১৯১১০০.০০ লক্ষ টাকা ব্যয়ে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।